logo
rofrof
rofrof rofrof rofrof rofrof

iconকোম্পানির ইতিহাস

"রফ রফ বিল্ডার্স লি:" এর ইতিহাস

২০১৯ইং সালে প্রতিষ্ঠিত রফ রফ বিল্ডার্স লি: আবাসিক,বাণিজ্যিক, শপিংমল,উন্নয়ন ও ভূমি উপ-বিভাগ প্রকল্পের ক্ষেত্রে একটি ট্রেলব্লেজার হিসেবে আবির্ভূত হয়েছে । যখন আমাদের দেশের আবাসন ব্যবসায়ীদের ডিমান্ড, ডাউন পেমেন্ট, রেজিষ্ট্রিশন ফি ও সার্ভিস চার্জের পরিমান অনেক বেশি এবং স্বল্প পুজিঁর মানুষের কষ্টার্জিত অর্থ হালাল পদ্ধতিতে লাভজনক খাতে ইনভেষ্ট করার মত আস্থার জায়গার খুবই অভাব। ঠিক তখনই দেশের একমাত্র বিস্বস্ত মহল আলেম-ওলামাদের নেতৃত্বে একদল নবীনের কঠিন প্ররিশ্রমের প্রতিশ্রুতিতে ও একদল প্রবীনদের রিয়েল এস্টেট জগতে অর্জিত ২০ বৎসরের অভিজ্ঞতার সমন্বয়ে একটি বিশ্বমানের রিয়েল এস্টেট কোম্পানি গড়ে তোলা হয়, যার নামকরন করা হয় “রফ রফ বিল্ডার্স লি:” নামে । আলহামদুলিল্লাহ রফ রফ বি ল্ডার্স লি : এপর্যন্ত ধারাবাহিক ভাবে একাধিক সময়োপযোগী প্রকল্প সফলভাবে নিশ্চিত করে আসছে ।

iconভিশন

"রফ রফ" এর ভিশন

  • সাধ ও সাধ্যের মধ্যে জনমানুষের স্বপ্ন পূরন আমাদের প্রতিষ্ঠানের মূল উপজীব্য।
  • ভূমি সংক্রান্ত বানিজ্যিক লেনদেন সর্বোচ্চ স্বচ্ছতা,সততা এবং কর্মনিষ্ঠার মাধ্যমে সুনাম অর্জন করা।
  • সরকারের ভূমি সংক্রান্ত বিধি -বিধান ও পরিকল্পনার সাথে সঙ্গতি বিধান করে এই সেক্টরে আইন-কানুনের পরি-পালনকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করা।
  • আমাদের গ্রাহকদের অর্থনৈতিক সক্ষমতা ও স্বপ্নের সাথে সঙ্গতি বিধান করে তাঁদের নিজস্ব বাসস্থান তৈরীতে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা।
  • আর্থিক মনুাফা অর্জনের চেয়ে নিজেদের রিয়েল এস্টেট সেক্টরে সর্বজন স্বীকৃত বিশ্বস্ত প্রতিষ্ঠানে রুপান্তর করা।
  • এই কোম্পানিকে একটি বিশ্বস্ত কোম্পানিতে পরিনত করা।
vision
mission

iconমিশন

"রফ রফ" এর মিশন

  • প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়কে কার্যকারী নিয়ন্ত্রনকারী কার্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা।
  • ব্যাক্তি গ্রাহক ভিত্তিতে সুচারু ভাবে তথ্যের সংগ্রহ এবং সংরক্ষন করা।
  • গ্রাহকের সর্বাঙ্গীন আর্থিক ও সামাজিক অবস্থানের মালিকানা অর্জনে সুচারু সমাধান প্রদান করা।
  • গ্রাহকের কাছে সর্বময় অবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করা।
  • গ্রাহক পর্যায়ে বাড়ি নির্মাণ কাজে ঋন গ্রহনের ক্ষেত্রে পেশাগত সহযোগিতা করা।
  • গ্রাহকদের সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে সেবা প্রদানের মানসে প্রয়োজনীয় দক্ষ জনশক্তি নিয়োজিত করা।
  • সরকারী বিভিন্ন অনমুতি প্রদানকারী প্রতিষ্ঠানের অনুমোদনসহ প্যাকেজে ডিল ভিত্তিতে গ্রাহক সেবা প্রদান করা।
  • সময় এবং অর্থের সাশ্রয়ই প্রয়োগের মাধ্যে রিয়েল এস্টেট সেক্টরে ব্যক্তি গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনে কার্যক্রম গ্রহন করা।

iconরফ রফ এর বৈশিষ্ট

স্বল্পব্যয়ে সৎ ও সুশীল মানষুষের আবাসন ব্যবস্থা চিন্তামক্তু ঠিকানা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

  • শরীয়াহ মোতাবেক পরিচালিত।
  • অভিজ্ঞ উলামায়ে কেরামের সার্বিক তত্বাবধান।
  • সর্ব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করন।
  • সুদ মুক্ত হালাল উপার্জনের মাধ্যমে সামাজিক উন্নয়নের প্রত্যয়।
  • ঝুঁকি মুক্ত,নিরাপদ ও লাভজনক খাতে বিনিয়োগ।
  • সকল ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার।
  • দেশের সর্বনিম্ন মূল্যে মান সম্মত প্লট ও ফ্ল্যাটের মালিক হওয়ার সুবর্ন সুযোগ।
about
about

ব্যবস্থাপনা পর্ষদ

কোম্পানী পরিচালনা ও এই ব্যবসায় অভিজ্ঞ স্ব স্ব স্থানে দক্ষ কিছু সংখ্যক ডাইরেক্টর দ্বারা একটি শক্তিশালী ব্যবস্থাপনা পর্ষদ গঠন করা হবে। যারা সার্বক্ষনিক শ্রম ও মেধা দিয়ে কোম্পানির টার্গেট পূরন করবে এবং বোর্ড মিটিং এর সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।

iconশেয়ার ও বিনিয়োগ

কোম্পানির শেয়ার বিক্রয় ও বিনিয়োগ গ্রহন

সুস্থ্য মস্তিস্ক সম্পূন্ন বাংলাদেশের যে কোন নাগরিক নিম্ন উল্লেখিত উপায়ে কোম্পানির ব্যবসায় অংশগ্রহন করতে পারে।

  • শেয়ার হোল্ডারঃ-

    ১০০(এক শত) টাকা মূল্যমানের নূন্যতম ১০০০ টি শেয়ার ক্রয়ের মাধ্যেমে কোম্পানীর একজন শেয়ার হোল্ডার হওয়া যাবে। পরবর্তীতে বছরের যে কোন সময় যে কোন সংখ্যক শেয়ার বৃদ্ধি করা যাবে। প্রতি অর্থ বছর শেষে শেয়ার হোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরন করা হবে।

  • ডাইরেক্টরঃ-

    অভিজ্ঞ ১০০(এক শত) টাকা মূল্যমানের নূন্যতম ১০,০০০ টি শেয়ার বাবদ ১০ লক্ষ টাকা (কমপক্ষে তিন বৎসরের জন্য) বিনিয়োগ করার মাধ্যেমে কোম্পানীর একজন সম্মানিত ডাইরেক্টর হওয়া যাবে।
    পরবর্তীতে বছরের যে কোন সময় যে কোন সংখ্যক শেয়ার বৃদ্ধি করা যাবে। প্রতি অর্থ বছর শেষে লাভ ক্ষতির ভিত্তিতে লভ্যাংশ বিতরন করা হবে।

  • বিনিয়োগকারী সদস্যঃ

    বিনিয়োগ কারীকে সর্বনিম্ন ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা মূল্যমানের এক বা একাধিক বিনিয়োগ প্যাকেজে জমি/পন্য ক্রয়-বিক্রয় এর মাধ্যমে বিনিয়োগ করিতে হইবে। বিনিয়োগের মেয়াদ সর্বনিম্ন ১ (এক) বছর এবং সর্বোচ্চ ৫ বছর ও উক্ত মেয়াদের মধ্যে যেকোন মেয়াদী বিনিয়োগ করা যাবে। মোট বিনিয়োগ বাবদ বছরে ২০% এবং ৫ বছরে ১০০% মুনাফা প্রদান করা হবে ইনশাআল্লাহ। বিনিয়োগের পরিমান ৫০,০০,০০০/-(পঞ্চাশ লক্ষ) বা তার বেশি হলে সিকিউরিটি সরূপ বিনিয়োগকারীর নামে সমমূল্যের জমি মর্গেজ প্রদান করা হবে।

invest
about

iconপরিকল্পনা

রফ রফ এর পরিকল্পনা

  • রাজধানী ঢাকার শহর কিংবা উপশহরে সম্ভাবনাময়, উল্ল্যেখযোগ্য প্রজেক্ট ডেভলপ করে ফ্ল্যাট ও প্লট ভিত্তিক সদস্য গ্রহন করা।
  • মান সম্মত পরিকল্পিত আবাসনের ব্যবস্তা করা
  • নগদ ও সহজ কিস্তিতে ফ্ল্যাট ও প্লট ভিত্তিক সদস্য গ্রহন করা।
  • নিশ্চিন্ত,ঝামেলা মুক্ত অস্থায়ী ও স্থায়ী আয়ের জন্য শপিং মল,মার্কেট ও কাঁচা বাজারের ব্যবস্থা করা।
  • পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কোম্পানীর ডাইরেক্টর ও শেয়ার হোল্ডারদের থেকে ইনভেষ্ট গ্রহন করা এবং ইনভেষ্ট অনুযায়ী স্বচ্ছ মুনাফা বন্টন করা।

iconকেন রফ রফ ?

আমাদেরকে কেন পছন্দ করবেন?

আমরা আমাদের আদর্শ নীতি-নৈতিকতার বিষয়ে সবসময় এক ও অভিন্ন। কেননা মানুষ এখন স্বপ্ন দেখে ঠিকই কিন্তু বাস্তবতা নিয়ে সন্দিহান, তাই মানুষের কল্যাণের জন্য তাদের স্বপ্নটুকু পূর্ণরূপ দিয়ে আসছি আমরা একদল মেধাবী ও অভিজ্ঞ রফ রফ পরিবারের পরিচালক এবং সদস্যবৃন্দ।

আমরা বয়সে নবীন কিন্তু অভিজ্ঞতায় প্রবীণ।

আমাদের দেশের আবাসন ব্যবসায়ীদের ডিমান্ড, ডাউন পেমেন্ট, রেজিস্ট্রেশন ফি ও সার্ভিস চার্জের পরিমাণ অনেক বেশি হওয়ায় স্বল্প পুঁজির মানুষের কষ্টার্জিত অর্থ হালাল পদ্ধতিতে আস্থার সঠিক জায়গায় ইনভেস্ট করতে না পারায় মানুষকে ক্ষতির সম্মুখীন হতে হয়।
এই কারণেই সকল শ্রেণির মানুষের জন্য স্বল্পমূল্যে পছন্দনীয় স্থানে স্বপ্নের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে "রফ রফ বিল্ডার্স লি." সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ।

about

প্রধান উপদেষ্টা, চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক-এর বাণী


img

ডি.আই.জি শৈবাল কান্তি চৌধুরি (রিটায়ার্ড)

প্রধান উপদেষ্টা

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
যে কোন ব্যবসা বা কর্মে সফলতা পাওয়ার মূল শর্তগুলো হলো কঠোর পরিশ্রম, দক্ষ জনবল/কর্মী, সঠিক দিক-নির্দেশনা, সততা, একাগ্রতা, কর্মে নিষ্ঠা এবং সুষ্ঠু সেবা প্রদান। মহান সৃষ্টি কর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বলে যে, এই কোম্পানি মানুষের ৫টি মৌলিক অধিকার বা চাহিদার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়ের উপর অবিরাম কাজ করে চলেছে। আমাদের জনপদে আয়তনের তুলনায় জনসংখ্যা বেড়েই চলেছে। জনসংখ্যার তুলনায় বাসস্থান অপ্রতুল। এই বিশাল জনগণের জন্য বাসস্থানের জোগান দেয়া এক বিরাট বিড়ম্বনা। তবে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলার মত এই কোম্পানির একদল নবীনের কঠিন পরিশ্রম এবং প্রবীণদের অর্জিত অভিজ্ঞতার সমন্বয়ে আমাকে মুগ্ধ করেছে। এর ফলশ্রুতিতে এই কোম্পানি ইতি মধ্যেই জনগণের ভালবাসা, বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পূর্ব আন্তরিক ভাবে “রফ রফ বিল্ডার্স” এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।


img

মুফতী আবুল হাসান

চেয়ারম্যান

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আল্লাহপাক পৃথিবীটাকে মানুষের আবাসস্থল বানিয়েছেন। তাই আবাসন ব্যবস্থা মানুষের মৌলিক চাহিদা। শালীন পরিবেশে উন্নত নগরীতে ও সৎ প্রতিবেশীদের সাথে বসবাস করা মানুষের শ্রেষ্ঠপ্রাপ্তি, যার জন্য সকল মানুষের প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় পুঁজি এবং সৎ ও যোগ্য উদ্যোক্তার অভাবে তা বাস্তবরূপ পায় না। আমাদের দেশের আবাসন ব্যবসায়ীদের ডিমান্ড, ডাউন পেমেন্ট, রেজিস্ট্রেশন ফি ও সার্ভিস চার্জের পরিমাণ ও অনেক বেশী। অন্যদিকে স্বল্প পুঁজির মানুষের কষ্টার্জিত অর্থ হালাল পদ্ধতিতে লাভজনক খাতে ইনভেস্ট করার মতো আস্থার জায়গার খুবই অভাব। কারণেই দেশের সুশীল, সৎ ও স্বল্প আয়ের মানুষের থেকে ইনভেস্ট গ্রহণ ও লাভজনক ব্যবসা পরিচালনা করে সকল শ্রেণির মানুষের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান "রফ রফ বিল্ডার্স লিমিটেড"। আল্লাহ পাক আমাদের এই মহৎ উদ্দেশ্যটুকু কবুল করুন- আমিন


img

মোঃ ফেরদৌস খন্দকার

ব্যবস্থাপনা পরিচালক

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। বেঁচে থাকার জন্য প্রয়োজন অন্ন, বস্ত্র এবং বাসস্থান, যা মানব জীবনের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম। সকল পেশার মানুষের জন্য উক্ত চাহিদা গুলোর মধ্যে বাসস্থান ও বণিজ্যিক স্থানের অভাব পূরণে হালাল পদ্ধতিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ‘‘রফ রফ বিল্ডার্স লি: ”। বর্তমান সময়ে বাসস্থানের সুযোগ-সুবিধা, সকল পেশার মানুষের জন্যই সীমিত হয়ে আসছে, তাই সমস্যা সমাধানের লক্ষ্যে অভিজ্ঞ একঝাঁক তরুণ উদ্যোক্তা, উলামায়েকেরাম ও বিশেষজ্ঞ আর্কিটেক্ট এবং প্রকৌশল বৃন্দ ‘‘রফ রফ বিল্ডার্স লি:” এর পক্ষে কাজ করে চলেছেন। যা আপনার চাহিদা অনযুায়ী সাধ ও সাধ্যের সমন্বয়ে দিচ্ছে বসবাস ও ব্যবসা স্থাপনের অপূর্ব সুযোগ । “রফ রফ বিল্ডার্স লি:” আপনার জন্য নিয়ে আসছে সকল সুযোগ-সুবিধা সহ এক স্বপ্ন পূরণের অঙ্গীকার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য যানজট, দূষণ ও কোলাহলমুক্ত এবং পরিকল্পিত সবুজে ঘেরা একখণ্ড নিষ্কণ্টক জমি , যেটা আপনার সাধ্যের মধ্যেই আমরা সমন্বয় ঘটাবো ইনশাআল্লাহ। এটাই আমাদের প্রত্যাশা


আমাদের আহ্বান


এখানে রফ রফ বিল্ডার্স লিঃ এর পক্ষ থেকে সংক্ষিপ্ত একটি ধারনা পেশ করা হলো মাত্র। যারা রফ রফ বিল্ডার্স লিঃ এর সহযাত্রী হতে আগ্রহী তাদের হাতে শীঘ্রই রফ রফ বিল্ডার্স লিঃ এর বিস্তারিত প্রকল্প পরিকল্পনা তুলে ধরা হবে।

রফ রফ বিল্ডার্স লিঃ এর উদ্যোক্তাগন সকলেই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। একটি সামাজিক দায়িত্ববোধ এবং দেশের উন্নয়নের মূল স্রোতধারায় নিজেদের সম্পৃক্ত করার চেতনায় উদ্বুদ্ধ হয়েই রফ রফ বিল্ডার্স লি: কে কেন্দ্র করে এই সম্মিলিত উদ্যোগ। যারা এই মহৎ প্রয়াসে নিজেদেরকে সম্পৃক্ত করতে চান তাদের প্রতি রইল আমাদের সাদর আমন্ত্রণ ।